টরেন্টবিডিতে যারা রেশিও মেইনটেইন নিয়ে হিমশিম খান, বা চিরতরে রেশিও মেইনটেইন ঝামেলা এড়াতে চান, তারা অবশ্যই এটা দেখুন।

টরেন্টবিডি রেশিও মেইনটেইন


টরেন্টবিডি বিভিন্ন উপলক্ষে কয়েকদিনের জন্য পুরা সাইট ফ্রিলিচ আর আপলোড/সিডবোনাস দুইগুন/চারগুন ইত্যাদি অফার দেয়।


ঈদ উপলক্ষে এবারো ১৩ দিনের (২৩ জুন থেকে ৫ই জুলাই তারিখ) জন্য ফ্রিলিচ আর ডাবল আপলোড আর চারগুন সিডবোনাস অফার দিছে।

*নরমালি ১০ জিবি/+ ফাইল গুলো ফ্রিলিচ থাকে, ফ্রিলিচ ফাইলের ক্ষেত্রে আপনি যত আপলোড (সিড) করবেন শুধু সেটাই কাউন্ট করা হয়, ডাউনলোড যত করবেন সেটা কাউন্ট করা হয়না।

যেমন ১০ জিবি এর কম সাইজের যেকোন ফাইলের ক্ষেত্রে আপনার ডাউনলোড এবং আপলোড দুইটাই কাউন্ট হবে।

এখানেই অফারের গুরুত্ত্ব।
২৩ জুন থেকে ৫ জুলাই এর ভিতরে যেকোন সাইজের ফাইলই ডাউনলোড করেননা কেন (হোক ১০০ এমবি,১ জিবি ইত্যাদি) তা ডাউনলোড হিসেবে কাউন্ট হবেনা।

এই সুযোগে ১০০-২০০ এমবি সাইজের যত খুশি ফাইল ডাউনলোড করে রাখতে পারেন।
ঐ ফাইলগুলো কখনোই ডিলিট করবেননা। টরেন্ট ক্লায়েন্ট(যেমন utorrent) থেকে পজ/ডিলিট/স্টপ করবেননা।

**১০০-২০০ এমবি ফাইলগুলো বেশিরভাগ পাবেন TV Episodes মিউজিক ভিডিও ক্যাটাগরিতে।

কয়েকমাস সিড করতে থাকেন টানা।
পরে ইচ্ছে হলে ডিলিট করে দিতে পারবেন ফাইল গুলো।

অন্য ফাইলের সাথে মিলে যেন হিজিবিজি হয়ে না যায় সেজন্য সিডবোনাসের উদ্দেশ্যে ডাউনলোড করা ফাইলগুলো একটা নির্দিষ্ট ড্রাইভের নির্দিষ্ট ফোল্ডারে রাখতে পারেন।

কথা হলো সিড করে আপনার লাভ কি?
১০০এমবি+ ফাইল সিড করলে প্রতি ঘন্টার জন্য আপনি ০.৫ পয়েন্ট করে পাবেন(ঈদ অফারে যা ২ পয়েন্টস)।
ধরা যাক, আপনি এই ১০ দিনের ভিতরে ১০০ টা ১০০-৩০০ এমবি ফাউল ডাউনলোড করে সিড করা শুরু করলেন
তাইলে প্রতি ঘন্টার জন্য ০.৫*১০০=৫০ সিডবোনাস পাবেন (ঈদ অফারে যা ৪০০) ।
যদি আপনার পিসি ডেইলি ১৫ ঘন্টা অন থাকে তবে
আপনি পাবেন ৫০*১৫=৭৫০ সিডবোনাস (ঈদ অফারের সময়ে ৩০০০ সিডবোনাস)।
৩০ দিনে ২২,৫০০ সিডবোনাস।
যা এক্সচেঞ্জ করে আপনি ৮০ জিবির মতো আপলোড নিতে পারবেন।

১০০ টা ফাইলের ক্ষেত্রে ২২,৫০০ সিডবোনাস।
১০০*এক্স ফাইলের ক্ষেত্রে ২২,৫০০*x সিডবোনাস।
যেমন ৫০০ টা করলে প্রতিমাসে ১,১২,৫০০ সিডবোনাস পাবেন। যা দিয়ে ৪০০ জিবি আপলোড বাড়ানো সম্ভব।
সোজা কথায় এভাবে করলে টরেন্টবিডি থেকে আপনি মাসে ৪০০+ জিবি ডাউনলোড করলেও রেশিও ১+ থাকবে।

****আমি ২০১৫ তে এরকম অফারে ৮০০+ ফাইল ডাউনলোড করে ফেলেছিলাম। প্রতিটার সাইজ ২০০ এমবির কম।
২০১৬ তে সব ফাইল গুলোই ডিলিট করে দিছি।
তারপরেও আমার রেশিও কত জানেন?
১৫৬.৩১।
৫.৩৪ টেরাবাইট আপলোড। যার ৯৫% ই সিডবোনাস এক্সচেঞ্জ করে নেয়া। পারসোনালি আমি টরেন্টবিডি ইউজ করি কালেভদ্রে।

৮০০+ ফাইলগুলো এখনো সিড করলে আপলোড ১৫+ টেরাবাইট হতো এতদিনে। ****

পোস্ট টি লিখেছেন  A H M Mohit


কমেন্ট করে জানান এই পদ্ধতিতে আপনার রেশিও সমস্যা সমাধান হল কিনা :)
টরেন্টবিডিতে যারা রেশিও মেইনটেইন নিয়ে হিমশিম খান, বা চিরতরে রেশিও মেইনটেইন ঝামেলা এড়াতে চান, তারা অবশ্যই এটা দেখুন। টরেন্টবিডিতে যারা রেশিও মেইনটেইন নিয়ে হিমশিম খান, বা চিরতরে রেশিও মেইনটেইন ঝামেলা এড়াতে চান, তারা অবশ্যই এটা দেখুন। Reviewed by Author on 10:31 AM Rating: 5

No comments:

Powered by Blogger.